১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৭৫ দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ ও পাকিস্তান, নেই ভারত

১৫ জানুয়ারি ২০২৬

আগামী সপ্তাহ থেকে বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এই তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, রাশিয়ার মতো দেশগুলোর নাম থাকলেও ভারতের নাম নেই, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক কূটনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নথির তথ্যমতে, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। মূলত ‘পাবলিক চার্জ’ আইনের অধীনে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আইনের লক্ষ্য হলো—যেসব আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের আর্থিক বা সামাজিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে উঠতে পারেন, তাদের ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা। ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া নতুন করে পর্যালোচনার জন্যই এই স্থগিতাদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নতুন নির্দেশনায় কোনো আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক স্বচ্ছলতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার মতো বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করা হবে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট জানান, যারা মার্কিন সমাজে অতিরিক্ত সাহায্যের ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রাখেন, তাদের ভিসা বাতিল করা হবে। এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভুটান থাকলেও ভারতের নাম না থাকাটি বেশ তাৎপর্যপূর্ণ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসার দুয়ার বন্ধ থাকবে।

সর্বশেষ