কয়েকমাস ধরে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় থাকার পর বছর শেষে দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আজ সোমবার সামাজিক মাধ্যমে রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের খবর জানালেন সামান্থা নিজেই।
হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকমসহ একাধিক ভারতীয় গণমাধ্যম দুই তারকার ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে তাদের বিয়ের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, সামান্থা ও রাজ একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন এবং তাদের বিয়েতে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। মন্দিরের নিয়ম অনুসারেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
বিয়েতে লাল শাড়ি পরেছিলেন সামান্থা, যা ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখেই বেছে নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৭ সালে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। প্রাক্তন স্বামীর বিয়ের পর দীর্ঘদিন মানসিক অবসাদে ভোগার পরে চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে এবং এবার তিনি জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন।



