বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ঝুঁকি নেই।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। যাদের বিশেষ সুরক্ষা প্রয়োজন, তাদের তা দেওয়া হয়—তাদের অবস্থান ও প্রটোকল অনুযায়ী।”
তিনি আরও জানান, দেশে কারও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই।



