১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন নকশায় বাজারে আসছে ৫০০ টাকার নোট

৩ ডিসেম্বর ২০২৫

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।

নোটের বৈশিষ্ট্য:

  • সামনে: কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা।
  • পেছনে: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।
  • জলছাপ: রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে।
  • রঙ পরিবর্তনশীল কালি: নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে।
  • নিরাপত্তা সুতা: লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।
  • দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য: নোটের ডান দিকের নিচে পাঁচটি উঁচু বৃত্ত যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫০০ টাকার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত পুরনো সব কাগুজে নোট ও কয়েন আগের মতোই চালু থাকবে।

সর্বশেষ