১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৪৫ যাত্রী নিয়ে চরে আটকে আছে সেন্ট মার্টিনগামী ট্রলার

৪ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফ নদীর মোহনার কাছে চরে আটকা পড়ে। ট্রলারটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, ট্রলারটি আটকে পড়ার বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে এবং তারা ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে। তিনি আরও বলেন, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি চরে উঠে যায়। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

টেকনাফ–সেন্ট মার্টিন নৌরুটে সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করা তাদের একটি বোট শাহপরীর দ্বীপের কাছে পৌঁছে ইঞ্জিন সমস্যা দেখা দিলে আটকে পড়ে। পরে কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মোহাম্মদ হোসেন বলেন, ট্রলারটির মালিক স্থানীয় ইয়াছিন মাঝি। সাম্প্রতিক সময়ে মোহনায় নতুন চর গঠিত হওয়ায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

সর্বশেষ