১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনও ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

৫ ডিসেম্বর ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি। ট্রাইব্যুনালের রায় নিয়ে ভারত পরীক্ষা-নিরীক্ষা করছে এবং বাংলাদেশ তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা তো চেয়েছি যে তাকে (শেখ হাসিনাকে) ফেরত পাঠানো হোক। যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। আমরা অপেক্ষা করব, দেখি, ভারতের পক্ষ থেকে কি আসছে রিঅ্যাকশন।”

তিনি আরও বলেন, একটি প্রতিক্রিয়া আমরা দেখেছি যে তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। বেগম জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে তিনি জানান, এয়ারক্রাফট নিয়ে টেকনিক্যাল প্রবলেমের কারণে আজকে নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে এক-আধ দিন দেরি হতে পারে।

আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, কারণ তারা একটি নন-স্টেট অ্যাক্টর। তবে এই ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে, এটার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম অন্তর্বর্তী সরকার দ্রুত শুরু করতে চায় বলেও জানান তিনি।

সর্বশেষ