ক্রিকেটের সঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশ দলের ম্যাচে নিয়মিত বাজতে থাকা ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানটির রচয়িতা তিনি। শুধু এই গান নয়, ক্রিকেট ঘিরে তার লেখা রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরেও গানের মাধ্যমে আলোচনায় রয়েছেন জীবন।
এবারের বিপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজির থিম সং লিখেছেন তিনি। সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স—দুই দলের জন্যই আলাদা গান রচনা করেছেন এই গীতিকার। রাজশাহীর জন্য লেখা ‘জিতে লি বে’ শিরোনামের গানটি ইতোমধ্যে দলটির ম্যাচগুলোতে গ্যালারিতে বাজানো হচ্ছে। নাভেদ পারভেজের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাম্যব্রত দৃপ্ত ও মৌমিতা তাশরিন নদী। গানটি রাজশাহী ওয়ারিয়র্সের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে সিলেট টাইটানসের থিম সংয়ে সুর ও সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এ গানে বিশেষ র্যাপ অংশে অংশ নিয়েছেন সিফাত আব্দুল্লাহ আবির। সিলেটের ম্যাচ চলাকালীন মাঠে এই গানটিও বাজানো হচ্ছে।
গান দুটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন জানান, তিনি নিজে একজন ক্রিকেটপ্রেমী মানুষ এবং সুযোগ পেলেই মাঠে গিয়ে খেলা উপভোগ করেন। ক্রিকেট নিয়ে গান লেখাকে তিনি সবসময়ই আনন্দের বিষয় হিসেবে দেখেন। এবারের বিপিএলেও সেই আনন্দ উপভোগ করছেন বলে জানান তিনি। একই সঙ্গে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস কর্তৃপক্ষকে তার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ক্রিকেট বিষয়ক গানে রবিউল ইসলাম জীবনের ঝুলিতে রয়েছে দুই ডজনেরও বেশি সৃষ্টি। এর মধ্যে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’ ও ‘লড়বে এবার বাংলাদেশ’ গানগুলো শ্রোতাদের কাছে সমাদৃত। বিপিএলের বিভিন্ন মৌসুমে ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, সিলেট সিক্সারস, রংপুর রাইডার্স, রাজশাহী রয়েলস ও মিনিস্টার রাজশাহী দলের থিম সংও লিখেছেন তিনি।



