১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্ডার মিস্ট্রির গল্পে সজল-অপু

৬ ডিসেম্বর ২০২৫

জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল নতুন সিনেমা ‘দূর্বার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমায় তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন নায়িকা অপু বিশ্বাস। ছবিটির পরিচালক কামরুল হাসান ফুয়াদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এটি পরিচালকের প্রথম সিনেমা।

‘দূর্বার’ মার্ডার মিস্ট্রি থ্রিলার ধারার, যেখানে থাকবে রোমান্স ও ড্রামার মিশেল। গল্প ও চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। এছাড়া ছবিতে অভিনয় করবেন জান্নাতুল নূর মুন ও সানজু জন।

শুটিং শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর, তবে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশুট অনুষ্ঠিত হবে। পরিচালক জানিয়েছেন, বর্তমানে প্রি-প্রোডাকশন ও রিহার্সেল চলছে।

কামরুল হাসান ফুয়াদ বলেন, তার প্রথম ফিকশন প্রজেক্টের নায়ক ছিলেন সজল, তাই প্রথম সিনেমা করার জন্য তিনি সজলের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। পারফর্ম্যান্সের জন্য অপু বিশ্বাসকে উপযুক্ত মনে হওয়ায় তাকে নির্বাচিত করা হয়েছে।

সর্বশেষ