১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব, মালদ্বীপ প্রবাসীদের দূতাবা‌সের বার্তা

১৩ জানুয়ারি ২০২৬

ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। ঢাকাগামী ও মালদ্বীপগামী একাধিক ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা সম্ভব না হওয়ায় যাত্রীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মালের বাংলাদেশ দূতাবাস জানায়, ঢাকায় ঘন কুয়াশার প্রভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হচ্ছে। এর ফলে মালদ্বীপ থেকে ঢাকা এবং ঢাকা থেকে মালদ্বীপগামী ফ্লাইটগুলো অনেক ক্ষেত্রে বিলম্বিত হচ্ছে।

এ পরিস্থিতিতে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে যাত্রার আগে এবং বাংলাদেশ থেকে মালদ্বীপে ফেরার পূর্বে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে যাত্রার আগে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ