১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপিসহ তিন দলের ‘নতুন রাজনৈতিক জোট’ ঘোষণা আজ: লক্ষ্য জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা

৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ তিনটি দলের সমন্বয়ে আজ নতুন রাজনৈতিক জোট ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা করা হবে।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই নতুন জোট গঠন নিয়ে দলগুলো গণমাধ্যমের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরবে। জোটের অন্য দুটি দল হলো— রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ।”

তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে জোট সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে এবং অন্য কোনো দল যদি যুক্ত হতে চায়, তাদের আহ্বান জানানো হবে।

সর্বশেষ