আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘নূর’ এবার মুক্তির অপেক্ষায়। রায়হান রাফী পরিচালিত এই রোমান্টিক গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ওটিটিতে আসছে। সিনেমাটি দেখা যাবে বায়োস্কোপ প্লাসে।
এই ছবিতে ঐশীর সহশিল্পী হিসেবে রয়েছেন আরিফিন শুভ। এর আগে তারা একসঙ্গে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। গত ২৯ নভেম্বর প্রকাশিত হয় ‘নূর’-এর অফিসিয়াল টিজার। মাত্র ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে ভালোবাসা ও বেদনার উপস্থিতি ধরা পড়ে। টিজারে থাকা একটি চুমুর দৃশ্য প্রকাশের পর সেটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে শুরু হয় নানা আলোচনা।
দর্শকদের একাংশ মনে করছেন, প্রচারণার অংশ হিসেবেই হয়তো দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শুভ ও ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুজব ছড়াতে শুরু করে।
এ বিষয়ে অবশেষে কথা বলেন ঐশী। একটি ইংরেজি সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘নূর’-এ চুমুর একটি দৃশ্য রয়েছে, যা তিনি পুরোপুরি অভিনয়ের অংশ হিসেবেই দেখছেন। বাস্তবে আরিফিন শুভর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্টভাবে বলেন তিনি।
ঐশীর ভাষায়, প্রয়োজন অনুযায়ী চরিত্রে যা দরকার হয়—তা হয়তো চুমু, ধাক্কা কিংবা চড়—অভিনেতা-অভিনেত্রীদের সেটাই করতে হয়।
বর্তমানে তিনি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অধিকাংশ দৃশ্যের শুটিং শেষ। আর ‘নূর’ মুক্তি পাবে ১০ ডিসেম্বর।



