১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বেনিনে রাষ্ট্রীয় টিভি দখল করে সরকার উ’তখাতের ঘোষণা একদল সেনার: পররাষ্ট্রমন্ত্রীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে

৭ ডিসেম্বর ২০২৫

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একদল সেনা রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে সরকার বিলুপ্তির ঘোষণা দিয়েছে। তারা নিজেদের ‘মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন’ নামে পরিচয় দিয়েছে এবং দাবি করেছে যে তারা প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনকে ক্ষমতাচ্যুত করেছে এবং রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ভে’ঙে দিয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় সেনা দলটি জানায় যে, তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ট্যালন এখন আর দেশের রাষ্ট্রপ্রধান নন। লেফটেন্যান্ট কর্নেল প্যাসকেল টিগ্রিকে এই সামরিক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অভ্যুত্থান ঘোষণাকারী সেনারা দেশের সব সীমান্ত বন্ধ এবং সব রাজনৈতিক দল স্থগিত করার দাবি করেছে।

তবে বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এটি একটি অভ্যুত্থা’ন চেষ্টা হলেও পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের একটি বড় অংশ এখনও প্রেসিডেন্টের প্রতি অনুগত এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে, বার্তা সংস্থা এএফপিকে দেওয়া প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন নিরাপদে আছেন এবং নিয়মিত সেনাবাহিনী ধীরে ধীরে পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, এটি একটি ছোট গোষ্ঠীর কাজ, যারা কেবলমাত্র রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং রাজধানী ও পুরো দেশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

এই ঘটনার মধ্যেই ফ্রান্সের দূতাবাস এক্সে জানিয়েছে, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের কাছের ক্যাম্প গেজো এলাকায় গো’লাগু’লির শব্দ শোনা গেছে।

সর্বশেষ