১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাল রঙের বোল্ড লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

১২ জানুয়ারি ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন রূপের একঝলক দেখিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। রোববার ১১ জানুয়ারি বিকেলে নিজের ফেসবুক পেজে মাত্র ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের নজর কেড়েছে।

ভিডিওতে দেখা যায় পূজা চেরি লাল রঙের একটি আকর্ষণীয় বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। রূপালি জারদৌসি কাজের এই পোশাকের সঙ্গে ভারী মেকআপ, গয়না, টিকলি এবং একগুচ্ছ চুড়ি তাঁর লুকে যোগ করেছে ভিন্ন মাত্রা। তাঁর এই সাজের মধ্যে ভালোবাসা, আবেগ এবং সাহসের বার্তা ফুটে উঠেছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছিল বলিউড সিনেমা ‘পরম সুন্দরী’র জনপ্রিয় গান ‘পরদেশিয়া’। এটি মূলত অভিনেত্রীর নতুন একটি ফটোশুটের অংশ ছিল।

পেশাগত জীবনেও নতুন বছরটি বেশ ব্যস্ততায় শুরু করেছেন পূজা চেরি। ইতিমধ্যে তিনি দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো তাঁকে দেখা যাবে অভিনেতা আফরান নিশোর বিপরীতে। এছাড়া ‘দরদিয়া’ নামক অন্য একটি সিনেমায় তিনি অভিনেতা আদর আজাদের বিপরীতে অভিনয় করবেন।

সর্বশেষ