১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের সোনার হার বন্ধুদের মধ্যে ভাগ করে দিলো ছেলে

৯ ডিসেম্বর ২০২৫

চীনের শানডং প্রদেশের ঝাওঝুয়াং শহরে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। মাত্র ৮ বছর বয়সী এক শিশু বন্ধুত্ব গড়তে সহপাঠীদের কাছে মায়ের সোনার গলার হার কে’টে কে’টে উপহার হিসেবে বিলিয়ে দিয়েছে।

পরিবার জানায়, সহপাঠীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতেই শিশুটি মায়ের বিয়ের স্মারক সেই সোনার হারটি টুকরা টুকরা করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি প্লাস আর লাইটার দিয়ে হার কাটার চেষ্টা করছে এবং শেষে না পেরে দাঁত দিয়ে ছোট ছোট টুকরা করে ফেলে।

মায়ের সেই সোনার হারটির ওজন ছিল ৮ গ্রাম, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে হারটির মাত্র একটি ছোট টুকরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

স্থানীয়রা বলছেন, অতিরিক্ত সরলতা এবং বন্ধুত্বের আকাঙ্ক্ষাই এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে শিশুটির দ্বারা। পরিবার ঘটনাটি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে।

সর্বশেষ