১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শত্রুকে ঘায়েল করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান

৯ ডিসেম্বর ২০২৫

ইরান জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় স্টেলথ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী—আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ পাকপৌর বলেছেন, প্রতিদ্বন্দ্বী শক্তির প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে এ ধরনের প্রযুক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।—ইরনার রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী দিবস উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে পাকপৌর বলেন, আধুনিক সামরিক প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পার্থক্য তৈরি করতে পারে। সংঘাতে সাফল্যের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং সরাসরি আঘাত হানার সক্ষমতাকে তিনি অপরিহার্য হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষের সময় ইরান এমন এক প্রতিপক্ষের মোকাবিলা করে, যারা উন্নত অস্ত্র ও প্রযুক্তির ওপর ভরসা করত।

আইআরজিসির প্রধান দাবি করেন, বিদেশি প্রতিপক্ষ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও জাতীয় ঐক্যের মুখে দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়।
তার ভাষ্য অনুযায়ী, শত্রুরা এখন ইরানের প্রতিরোধ ক্ষমতা ভালোভাবেই বুঝতে পেরেছে। ভবিষ্যতে কোনো আগ্রাসনে নামলে আরও কঠোর জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও তিনি সতর্ক করে দেন।

সর্বশেষ