১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদির মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে, ধারণা চিকিৎসকের

১২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মাথায় আঘাত করা গুলিটি ফুঁড়ে বেরিয়ে গেছে বলে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে হামলার শিকার হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি।

সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জাহিদ রায়হান সাংবাদিকদের জানান, হাদির অবস্থা ‘খুবই খারাপ’।

অধ্যাপক জাহিদ রায়হান বলেন, “হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রোপচারের পর নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এই রোগীর বিষয়ে আমরা আশার কোনো কথাই বলব না।” তিনি যোগ করেন, “উনি সর্বোচ্চ খারাপ অবস্থায় আছেন, কিন্তু বেঁচে আছেন এখনো। বাকিটা আল্লাহর ইচ্ছা।”

চিকিৎসক জানান, গুলিটি সম্ভবত ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে এবং এর কিছু ছোট ছোট অংশ মাথার ভেতর রয়ে গিয়েছিল, যা অস্ত্রোপচারের সময় বের করা হয়েছে। অস্ত্রোপচারের পর ভালো আইসিইউ সাপোর্টের জন্য স্বজনদের মতামতের ভিত্তিতে হাদিকে রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”

সর্বশেষ