রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি জানান, হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে তিনি এখনও বেঁচে আছেন।
ডা. জাহিদ জানান, অস্ত্রোপচারের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। তিনি বলেন, “আমরা কোনো আশ্বাস দিচ্ছি না, রোগী এখনও বেঁচে আছেন বাকিটা আল্লাহর ইচ্ছা।” চিকিৎসকদের ধারণা, মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে কিছু বুলেট ফ্রেগমেন্ট মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে।
অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞরা রোগীর নিজস্ব শ্বাস-প্রশ্বাসের চেষ্টা লক্ষ্য করেন, যা চিকিৎসকেরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। উন্নত আইসিইউ সাপোর্টের জন্য হাদির স্বজনরা তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং রাত ৮টার দিকে সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে ভর্তি করা হয়।



