নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া সময় (১৫ ডিসেম্বর) পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।
১৮ লাখ সরকারি কর্মচারীর দেওয়া আলটিমেটামের শেষ দিন ছিল ১৫ ডিসেম্বর। এদিনই পে স্কেল বাস্তবায়ন করে গেজেট জারির শেষ সময় ছিল।
বর্তমানে পে স্কেল বাস্তবায়নে কর্মচারী নেতারা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সাক্ষাতের অপেক্ষায় আছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা গত রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে তার সঙ্গে সাক্ষাতের জন্য একটি চিঠি হস্তান্তর করেন।
সংগঠনের মহাসচিব বেল্লাল হোসেন জানিয়েছেন, অর্থ উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে তিনি পে স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অবগত আছেন এবং খুব দ্রুতই কর্মচারী নেতাদের ডাকা হবে বলে তারা আশা করছেন।
অন্তর্বর্তী সরকার গত জুলাই মাসে নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে যে কমিশন গঠন করেছিল, তার ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।



