১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের সহযোগিতা-সমর্থনই আমার একমাত্র ভরসা: আসিফ মাহমুদ

১৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১০ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, জনগণের সহযোগিতা ও সমর্থনই তার একমাত্র ভরসা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, নির্বাচনে অংশ নিতে বিপুল অর্থের প্রয়োজন হলেও তার সে সক্ষমতা নেই—এ কথা জানানোর পর অস্ট্রেলিয়াপ্রবাসী এক নারী পরিচিত একজনের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা সহায়তা পাঠান। ওই সহায়তার মাধ্যমে তিনি অনুপ্রেরণা পান এবং জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে গণঅভ্যুত্থানের কণ্ঠ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, ওই সহায়তাই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস জুগিয়েছে। যেমনভাবে লাখো মানুষের মিছিল গণভবন পর্যন্ত পৌঁছে স্বৈরাচারকে পিছু হটতে বাধ্য করেছিল, তেমনভাবেই জনগণের সমর্থনই তার এগিয়ে চলার মূল শক্তি বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক আহ্বান জানানো হয়েছিল জানিয়ে আসিফ মাহমুদ লেখেন, এখন পর্যন্ত মোট ৬ হাজার ২৮৪ জন স্বেচ্ছাসেবক হিসেবে আবেদন করেছেন। আবেদনকারীদের একটি বড় অংশই ঢাকা-১০ আসনের বাসিন্দা। শিগগিরই তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এর আগে, গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। দায়িত্বকালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে তিনি শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ