১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক চলছে

২১ ডিসেম্বর ২০২৫

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে দুপুর ১২টার কিছু আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শুরুতে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরপর দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হওয়ার কথা রয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন।

বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যৌথ বাহিনীর ভূমিকা এবং নির্বাচনকালীন নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ