উড্ডয়নের পর কারিগরি ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ মাঝপথ থেকে বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে মুম্বাইয়ের উদ্দেশে দিল্লি থেকে রওনা হওয়া বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ কমে যাওয়ার বিষয়টি পাইলটদের নজরে আসে।
সোমবার উড্ডয়নের পর ফ্ল্যাপ রিট্র্যাকশনের সময় পাইলটরা লক্ষ্য করেন যে ইঞ্জিনের তেলের চাপ দ্রুত কমছে এবং একপর্যায়ে তা শূন্যে নেমে আসে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে ক্রুরা দ্রুত ওই ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং নিয়ম অনুযায়ী দিল্লিতে ফিরে এসে নিরাপদ অবতরণ করেন। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র এক বিবৃতিতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে বিমানটি বর্তমানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।
ফ্লাইটর্যাডার২৪ এর তথ্য অনুযায়ী ১৫ বছরের পুরনো এই বিমানটি এর আগে ভিয়েনা ভ্যাংকুভার এবং শিকাগোর মতো দীর্ঘ দূরত্বের রুটে নিয়মিত চলাচল করেছে। ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে এই যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হবে।



