সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা এক কর্মচারী নিহত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের বিআইডাব্লিউটিএ ঘাটে এই ঘটনা ঘটে।
জাহাজে থাকা অন্য স্টাফরা জানান, তারা যখন সেন্টমার্টিন যাত্রার জন্য টেকনিক্যাল বিষয়গুলো দেখছিলেন হঠাৎ করে জাহাজের মাস্টার রুমে আগুন দেখতে পান। তখন যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিস কক্সবাজারের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান, জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করছেন জাহাজের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।
কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মান্নান জানান, জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জাহাজটির ফিটনেস পূণ:যাচাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন।
আটলান্টিক জাহাজটি এদিন সকালে ১৯৩ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাত্রা করার কথা ছিলো।


