১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জেঁকে বসছে শীত আসছে তীব্র শৈত্যপ্রবাহ

২৯ ডিসেম্বর ২০২৫

দেশে শীতের তীব্রতা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা। হিমেল হাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শীত জেঁকে বসেছে এবং এর মধ্যেই ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ কনকন। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে এই শৈত্যপ্রবাহটি ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে।

এই শৈত্যপ্রবাহটি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায়। এ ছাড়া রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলে এর প্রভাব বেশি অনুভূত হতে পারে। অন্যদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে। ঢাকা শহর ও উপকূলীয় এলাকাগুলোতে শীত অনুভূত হলেও শৈত্যপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না।

শৈত্যপ্রবাহ চলাকালে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ কুষ্টিয়া চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নওগাঁ পাবনা বগুড়া নাটোর নড়াইল যশোর ফরিদপুর গোপালগঞ্জ মাগুরা ও রাজবাড়ীসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এসব এলাকায় শৈত্যপ্রবাহ অপেক্ষাকৃত আগেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

সর্বশেষ