১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপি নেত্রী নাবিলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

২৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলটির ধামরাই উপজেলা শাখার তৃণমূল নেতাকর্মীরা।

মনোনয়ন ঘোষণার আগে এলাকায় তার কোনো পরিচিতি না থাকা, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভাব এবং স্থানীয়দের অবজ্ঞা করার অভিযোগ তুলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইস্রাফিল হোসেন খোকন।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ধামরাইসহ ১২৫টি আসনে এনসিপি তাদের প্রার্থী ঘোষণা করে। তখনই ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের নাম প্রকাশ পায়।

খোকন বলেন, প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত নাবিলা তাসনিদের সঙ্গে ধামরাই উপজেলা বা কেন্দ্রীয় এনসিপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা ছিল না। পাশাপাশি ’২৪-এর আন্দোলনেও তার কোনো ভূমিকা ছিল না। মনোনয়ন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তার পেছনে একটি শক্তিশালী রাজনৈতিক চক্র সক্রিয় রয়েছে।

তিনি আরও দাবি করেন, নাবিলা তাসনিদ চৌহাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আইয়ুব আলীর ভাতিজি। জুলাই বিপ্লবকে ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ—নাবিলা তাসনিদ কখনো ধামরাইয়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। মনোনয়ন পাওয়ার পরও তিনি স্থানীয় সংগঠন বা সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। দলের দুঃসময়ে যারা মাঠে সক্রিয় ছিলেন, তাদের উপেক্ষা করে এমন প্রার্থী চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না বলেও জানানো হয়।

খোকন বলেন, মনোনয়ন ঘোষণার পরপরই উপজেলা এনসিপির প্রধান ও যুগ্ম সমন্বয়কারীরা জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে আপত্তি জানান। তবে স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় কমিটি নাবিলা তাসনিদকে প্রার্থী হিসেবে বহাল রাখে।

তিনি অভিযোগ করেন, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করেই নাবিলা তাসনিদ নিজ বাসা ও অনলাইনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এই পরিস্থিতিতে ধামরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইস্রাফিল হোসেন খোকন।

সংবাদ সম্মেলনে উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, উজ্জল ইসলাম, সমন্বয়কারী সদস্য আশিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা-২০ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন রিসিভ করেন ইঞ্জিনিয়ার সুমন নামে একজন ব্যক্তি, যিনি নিজেকে তার ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে পরিচয় দেন। তিনি জানান, বিষয়টি নিয়ে আপাতত তারা কোনো মন্তব্য করতে চান না এবং পরে এ বিষয়ে কথা বলা হবে।

সর্বশেষ