১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আহত রায়হানের বিচ্ছিন্ন দুটি পা পাওয়া যাচ্ছে না

১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে ট্রাক উল্টে চারজনের প্রাণহানি হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারঘাট উপজেলার বাসিন্দা রায়হান ইসলাম (৪০)। দুর্ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বিচ্ছিন্ন পা দুটি এখনও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আহত রায়হানের ভাগ্নে মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রায়হানের বাড়ি চারঘাটের খুঁটিপাড়ায়। তার বাবার নাম আব্দুল জলিল।

মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় রায়হানের ডান পা উরুর নিচ থেকে এবং বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়। হাসপাতালে নেওয়ার সময় তার সঙ্গে পা দুটি ছিল না। পরে জানা যায়, নিহত এক ব্যক্তির মরদেহের সঙ্গে একটি পা নাটোরের সানাইখালিতে পাঠানো হয়েছিল। সেখানে লোক পাঠানো হলেও সেটি রায়হানের পা নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, রায়হান দীর্ঘদিন ধরে কলার ব্যবসার সঙ্গে যুক্ত। হাট থেকে কলা কিনে জেলার বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করাই ছিল তার পেশা। বৃহস্পতিবার হাটের দিন হওয়ায় ভোরে চারঘাটের বাড়ি থেকে বানেশ্বর কলাহাটে যান তিনি। সেখানেই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে হাসপাতালে তার স্ত্রীসহ স্বজনরা উপস্থিত আছেন। পারিবারিক জীবনে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে। রায়হানের স্ত্রী গৃহিণী। পরিবারের পক্ষ থেকে এখনও বিচ্ছিন্ন পা খোঁজার চেষ্টা চলছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বানেশ্বর কলাহাট এলাকায় একটি ট্রাক উল্টে চারজন নিহত হন। ওই দুর্ঘটনাতেই রায়হান ইসলাম গুরুতর আহত হন।

নিহতরা হলেন—নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), নাটোর সদরের পাকিপাড়া এলাকার আক্কেল প্রামানিকের ছেলে মুনক (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকার সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং চারঘাট উপজেলার অস্কারপুর এলাকার মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রোগী দুটি পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহতদের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ উদ্ধার ও প্যাকেটজাত করার কাজ ফায়ার সার্ভিস সম্পন্ন করেছে। এ বিষয়ে নিহতদের স্বজনরা মামলা করবেন বলে তিনি জানান।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সরোয়ার হোসাইন বলেন, নাটোর থেকে জানানো হয়েছে যে একটি অতিরিক্ত পা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশকে অবহিত করতে বলা হয়েছে। দুর্ঘটনায় একাধিক ব্যক্তির অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ