মোবাইল ফোন আমদানিতে করহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আগে আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, যা কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর আরোপিত ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত তুলে ধরে প্রেস সচিব বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। একই সঙ্গে দেশের ভেতরে মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য করহারও কমানো হয়েছে। এর ফলে দেশে মোবাইল ফোন শিল্পের পরিসর আরও বাড়বে এবং নতুন উদ্যোক্তারা উৎপাদনে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শফিকুল আলম আরও বলেন, বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন দেশে আনা হয়, যেগুলো আংশিক সংস্কার করে বাজারে বিক্রি করা হয়। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও রাজস্ব হারায়। কর কমানোর ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং দামও তুলনামূলকভাবে কমে আসবে বলে তিনি আশা করেন।
তিনি জানান, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আগে মোট ট্যাক্স ইনসিডেন্স ছিল ৬১ দশমিক ৮০ শতাংশ, যা নতুন সিদ্ধান্ত অনুযায়ী কমে দাঁড়াবে ৪৩ দশমিক ৪৩ শতাংশে।



