পূর্ণিমার সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। ২০২৬ সালের ৩ জানুয়ারি রাতে আকাশে দেখা যাবে বছরের প্রথম পূর্ণ উলফ সুপারমুন। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৬২,৩১২ কিলোমিটার দূরে অবস্থান করবে। এর ফলে চাঁদকে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যাবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন এই বছরের উলফ সুপারমুন পৃথিবীর পেরিহেলিয়ন বা সূর্যের সবচেয়ে কাছে থাকার সময়ের খুব কাছাকাছি ঘটছে। জানুয়ারির শুরুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে বলে সূর্যের আলো পৃথিবী ও চাঁদের ওপর বেশি পড়ে যা চাঁদের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দেয়। উত্তর গোলার্ধে ৩ জানুয়ারি রাতে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই বিশেষ সুপারমুন উপভোগ করা যাবে।
চাঁদের কক্ষপথ ডিম্বাকৃতির হওয়ায় এটি কখনো পৃথিবীর কাছে আসে আবার কখনো দূরে সরে যায়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তাকে পেরিজি বলা হয়। যখন এই পেরিজির সময় পূর্ণিমা হয় তখনই তাকে সুপারমুন বলা হয়। ২০২৬ সালের ২৪ নভেম্বরের আগে আর কোনো পূর্ণ সুপারমুন দেখা যাবে না বলে গবেষকরা জানিয়েছেন।



