ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে আইপিএল ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দেয় বলে অভিযোগ উঠেছে। এর ফলে বাধ্য হয়ে মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা। এ ঘটনায় দেশের ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এই প্রেক্ষাপটে খেলাধুলাকে রাজনীতিকরণের মাধ্যমে এমন সংকীর্ণ পরিসরে আটকে দেওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
রোববার নিজের ফেসবুক পোস্টে তাবিথ আউয়াল লেখেন, রাজনৈতিক চাপের কারণে কলকাতা নাইট রাইডার্স তাদের পছন্দের খেলোয়াড় হওয়া সত্ত্বেও মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দিতে বাধ্য হয়েছে—এ বিষয়টি তাকে গভীরভাবে হতাশ করেছে।
তিনি বলেন, মুস্তাফিজ একজন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ, যিনি নিজের যোগ্যতা ও পারফরম্যান্স দিয়েই আইপিএলে জায়গা করে নিয়েছিলেন। কেবল জাতীয় পরিচয়ের কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি চরম অবিচার এবং অসহিষ্ণুতার প্রকাশ, যা ক্রিকেটের মতো ভদ্রতার খেলায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাফুফে সভাপতি আরও বলেন, খেলাধুলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য তিনি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের প্রতি আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, খেলাধুলার শক্তি মানুষকে বিভাজনের বদলে ঐক্যের বন্ধনে আবদ্ধ করার। তাই বিভেদের অস্ত্র হিসেবে নয়, বরং পারস্পরিক সম্মান ও বোঝাপড়া গড়ে তোলার মাধ্যম হিসেবে খেলাধুলাকে ব্যবহার করা উচিত।
মুস্তাফিজুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘শক্ত থাকো মুস্তাফিজ। আজ পুরো জাতি তোমার পাশে রয়েছে।’



