১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুদমুক্ত ঋণ চালু করায় আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ

১৩ জানুয়ারি ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহভিত্তিক (সুদমুক্ত) ঋণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় ড. আসিফ নজরুল এ সংক্রান্ত অগ্রগতির কথা জানান।

ড. আসিফ নজরুল জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং চলতি মাসের মধ্যেই শরিয়াহভিত্তিক ঋণ কার্যক্রম চালু করা সম্ভব হবে। সরকারের এই উদ্যোগকে প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা ড. আসিফ নজরুল লেখেন, প্রবাসীদের জন্য শিগগিরই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহসম্মত ঋণ সুবিধা চালু হতে যাচ্ছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনায় তিনি এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলেও জানান।

এই ঘোষণার প্রতিক্রিয়ায় শায়খ আহমাদুল্লাহ তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর দাবি দীর্ঘদিন ধরে উত্থাপন করা হচ্ছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ড. আসিফ নজরুল বিষয়টি বাস্তবায়নে উদ্যোগ নেবেন বলে আগে আশ্বাস দিয়েছিলেন। এক মাসের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহ উইং চালুর ঘোষণাকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম চালুর মাধ্যমে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের পথ কিছুটা হলেও সহজ হবে বলে তিনি আশাবাদী।

শায়খ আহমাদুল্লাহ আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে শরিয়াহ উইং চালুর দাবি জানানো হলেও পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সম্পূর্ণ সুদ বা মুনাফামুক্ত ঋণ ব্যবস্থা চালুর প্রত্যাশা রয়েছে। আপাতত ঘোষিত শরিয়াহ উইং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সর্বশেষ