১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

৭ জানুয়ারি ২০২৬

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ এবং তার স্ত্রী ফেরদৌস আরা বেগমের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশনা দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এ কে এম ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২ হাজার ২৫০ কোটি টাকা ঋণ গ্রহণ, ওভার ইনভয়েসিং ও ভুয়া এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করতে পারেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

দুদকের এই আবেদনের প্রেক্ষিতে আদালত এ কে এম ফারুক আহমেদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

সর্বশেষ