১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিকেলে ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি জানাবে ডিএমপি

৬ জানুয়ারি ২০২৬

শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত অগ্রগতির বিষয়ে আজ ব্রিফিং করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডিএমপি সূত্র জানায়, ব্রিফিংয়ে মামলার সর্বশেষ অগ্রগতি ও তদন্তসংক্রান্ত তথ্য তুলে ধরবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। এ সময় মামলার চার্জশিট দাখিল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হতে পারে।

এর আগে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই দাখিল করা হবে। তিনি বলেন, এ ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুই যুবক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

সর্বশেষ