১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পরের বছর নাম দেওয়ার আগে ভাবতে হবে’, মুস্তাফিজ প্রসঙ্গে সাকিব

৬ জানুয়ারি ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সম্প্রতি বাদ পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এর ফলে আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তাকে দেখা যাবে না। এই ঘটনার পরপরই বাংলাদেশ দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না—এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিকল্প ভেন্যুর আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে বিসিবি। এসব সিদ্ধান্ত দেশের ক্রিকেট অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার আইপিএলে অংশগ্রহণের বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। মঙ্গলবার সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

তানজিম সাকিব বলেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ তাদের জানা নেই। তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো বিষয় থাকতে পারে, তবে ক্রিকেটের সঙ্গে রাজনীতি যুক্ত হওয়া উচিত নয়। একজন খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলার আগ্রহ থাকলেও ভবিষ্যতে নাম দেওয়ার বিষয়ে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে এজেন্ট ও দেশের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন এই পেসার।

মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে আইপিএল ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ