১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু

৭ জানুয়ারি ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে গত কয়েকদিন ধরে ইন্ডাস্ট্রিতে নানা আলোচনা চলছিল। দেশের বাইরে শুটিং ঘিরে ভিসা জটিলতার কারণে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও দেখা দেয়।

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ।

তিনি জানান, আজ থেকেই শুটিং ইউনিট কাজ শুরু করলেও শাকিব খান আগামী সপ্তাহে শুটিংয়ে যুক্ত হবেন। প্রাথমিকভাবে ঢাকায় চার দিনের শিডিউল নির্ধারণ করা হয়েছে। এরপর পুরো ইউনিট শ্রীলঙ্কায় যাবে, যেখানে সিনেমার উল্লেখযোগ্য অংশের দৃশ্য ধারণ করা হবে।

এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। তবে নির্মাতা এসব দাবি নাকচ করে একে ভিত্তিহীন গুজব বলে জানিয়েছেন।

এই সিনেমায় শাকিব খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে একাধিক পরিচিত মুখ। নারী প্রধান চরিত্রে রয়েছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও সাবিলা নূরও অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

কাস্ট তালিকায় আরও রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ আরও অনেকে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

সর্বশেষ