১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি চলতি বছরেই চূড়ান্ত করতে চায় বাংলাদেশ

৯ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘদিনের আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করার জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। চলতি বছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বুধবার ৭ জানুয়ারি কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন।

হাইকমিশনার জানান কয়েক বছর আগে এই চুক্তির আলোচনা শুরু হলেও ২০২৪ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের পর এতে নতুন গতি আসে। চুক্তির বিভিন্ন শর্তাবলী নিয়ে দুই দেশ ইতিমধ্যে নীতিগতভাবে একমত হয়েছে। তিনি বলেন আলোচনাটি কিছুটা জটিল হওয়ায় সময় লাগছে তবে আমাদের লক্ষ্য হলো দ্রুততম সময়ে এটি সম্পন্ন করা।

পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১৩.৩৫ বিলিয়ন রিঙ্গিত যা আগের বছরের তুলনায় ৫.১ শতাংশ বেশি। বর্তমানে দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার বাংলাদেশ। বাংলাদেশ প্রধানত তৈরি পোশাক, জুতা ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে এবং মালয়েশিয়া থেকে পেট্রোলিয়াম পণ্য, পাম অয়েল ও রাসায়নিক দ্রব্য আমদানি করে।

হাইকমিশনার বলেন আমরা শুধু শ্রমিক পাঠানোর গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চাই না বরং ডিজিটাল প্রযুক্তি ও শিক্ষার মতো আধুনিক খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী। বর্তমানে মালয়েশিয়ায় ১০ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরেও মালয়েশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা পররাষ্ট্র নীতির অন্যতম অগ্রাধিকার থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ