বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি বিকেলে বরগুনা শহরের পৃথক দুটি পরীক্ষা কেন্দ্র থেকে তাঁদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন বরগুনা সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ইয়ামনি এবং আইডিয়াল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী রাসেল মিয়া। ইয়ামনি বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল হোসেন রাসেলের স্ত্রী। তাঁর কাছ থেকে মাস্টার কার্ডের মতো দেখতে একটি কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইস, পিন ও সিম উদ্ধার করা হয়। অন্যদিকে রাসেল মিয়ার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়িয়ে এই দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। আটক রাসেল মিয়াকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাফর আরিফ চৌধুরী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন। অন্যদিকে ইয়ামনির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে ইয়ামনি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বেশ সক্রিয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী যুবলীগ নেতা ইসমাইল হোসেন রাসেলের ফোন বন্ধ রয়েছে। বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ জানিয়েছেন এ বিষয়ে তদন্ত চলছে।



