জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বন্ধনের এক বছর পূর্ণ হতে না হতেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গত বছরের ৪ জানুয়ারি তারা বিয়ে করেছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিবাহবার্ষিকী উদযাপনের খবর ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মুখ খোলেন তাহসান। তিনি জানান ছড়ানো খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।
তাহসান স্পষ্টভাবে জানান তিনি ও তাঁর স্ত্রী রোজা আহমেদ এখন আর একসঙ্গে থাকছেন না। গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তাঁরা আলাদা থাকছেন। বিবাহবার্ষিকী বা জন্মদিন কোনোটিতেই তাঁরা একে অপরের সাথে ছিলেন না। বিচ্ছেদের বিষয়টি স্বীকার করে তাহসান বলেন আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য তবে এখনই বিস্তারিত বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে আমি নিজেই জানাব।
ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনে নিজের মানসিক অবস্থা ভালো নেই বলেও জানান এই তারকা। তিনি বলেন অনেক দিন ধরেই আমি ভালো নেই। কেন ভালো নেই সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না তবে সঠিক সময় এলে সব বলব। বর্তমানে তিনি ভক্তদের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।



