১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কতদিন ধরে আলাদা থাকছেন, জানালেন তাহসান

১২ জানুয়ারি ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সংসার ভাঙার খবর নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে অভিনেতা ও গায়ক তাহসান নিজেই নিশ্চিত করেছেন যে তাঁরা এখন আর একসঙ্গে থাকছেন না। গত ২০২৫ সালের ৪ জানুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে এক বছর পূর্ণ হতে না হতেই বিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি।

কেন সংসার ভাঙার সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্নে তাহসান জানান যে বিষয়টি অনেক বড় প্রসঙ্গ এবং তিনি এখনই বিস্তারিত বলতে চান না। তবে কতদিন ধরে তাঁরা আলাদা থাকছেন সে বিষয়ে তিনি বলেন গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁর অস্ট্রেলিয়া ট্যুরের আগে থেকেই তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় থেকেই তাহসান ফেসবুক ও গান থেকে দূরে রয়েছেন এবং একাকী ভ্রমণের মাধ্যমে সময় কাটাচ্ছেন।

উল্লেখ্য রোজা আহমেদ পেশায় একজন মেকআপ আর্টিস্ট যার নিউইয়র্কে নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এটি ছিল তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী মিথিলার সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়েছিল যার বিচ্ছেদ ঘটে ২০১৭ সালে। ব্যক্তিগত জীবনের এই অস্থির সময়ে তাহসান এখন বই পড়া ও দেশ-বিদেশ ঘুরে নিজেকে সময় দিচ্ছেন বলে জানিয়েছেন।

সর্বশেষ