আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর দ্বিতীয় দিনে ৭০ জনের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ৫৮ জনের আপিল মঞ্জুর হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় শুনানি শেষে এ তথ্য জানানো হয়েছে।
আপিলে নামঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন, খেলাফত মজলিসের প্রার্থী শামসুল ইসলাম (ময়মনসিংহ-৯), খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন, রংপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদিন, ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী তাছলিমা বেগম, শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন, রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র পার্থী মোসা. হাবিবা বেগম ও ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ।



