১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্মার্টফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর কার্যকরী কিছু সহজ উপায়

১২ জানুয়ারি ২০২৬

স্মার্টফোন এবং উচ্চগতির ইন্টারনেটের এই যুগে অনেক সময় ফাইভজি হ্যান্ডসেট বা দামী ডেটা প্যাক ব্যবহারের পরেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। ধীরগতির ইন্টারনেট দৈনন্দিন দাপ্তরিক কাজ থেকে শুরু করে বিনোদন বা গেমিং—সব ক্ষেত্রেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের মতে কিছু ছোটখাটো কৌশল অবলম্বন করলেই স্মার্টফোনে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে নেওয়া সম্ভব।

ইন্টারনেটের ধীরগতির অন্যতম প্রধান কারণ হতে পারে ভুল নেটওয়ার্ক মোড নির্বাচন। দ্রুতগতির সেবা পেতে হলে ফোনের সেটিংস থেকে সঠিক নেটওয়ার্ক মোড বেছে নেওয়া জরুরি। অনেক সময় ফাইভজি হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও সেটিংসের সীমাবদ্ধতার কারণে ইন্টারনেটের গতি কমে যায়। এমন ক্ষেত্রে ফোনের সেটিংস থেকে সিমকার্ড অনুযায়ী এলটিই, ফোরজি বা ফাইভজি মোড সঠিকভাবে সক্রিয় আছে কি না তা নিশ্চিত করতে হবে।

স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখে। অ্যাপ ব্যবহার শেষ করে সরাসরি হোম বাটনে চলে আসলে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং প্রচুর ডেটা খরচ করে। তাই ইন্টারনেটের গতি বাড়াতে ফোনের ‘রিসেন্ট অ্যাপ’ মেনু থেকে অব্যবহৃত অ্যাপগুলো বন্ধ করে দিতে হবে। এছাড়া দ্রুত ইন্টারনেট স্পিড পাওয়ার আরেকটি কার্যকরী উপায় হলো প্রয়োজন ছাড়া ফোনের লোকেশন বা জিপিএস পরিষেবা বন্ধ রাখা। গুগল ম্যাপসহ লোকেশননির্ভর বিভিন্ন অ্যাপ প্রতিনিয়ত তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেটের ডেটা ব্যবহার করতে থাকে যা ইন্টারনেটের গতি কমিয়ে দেয়।

সর্বশেষ