১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

২৮ ডিসেম্বর ২০২৫

সৌদি প্রো লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে আল নাসর। সর্বশেষ ম্যাচে টানা দশম জয় তুলে নিয়েছে দলটি। এই জয়ে বড় ভূমিকা রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি করেন দুটি গোল। এর মাধ্যমে লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ১২-তে এবং এক পঞ্জিকাবর্ষে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করেন পর্তুগিজ তারকা।

আল আখদৌদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একপর্যায়ে হ্যাটট্রিকও করেছিলেন রোনালদো। তবে অফসাইডের সিদ্ধান্তে ভিএআর পর্যালোচনায় সেই হ্যাটট্রিক বাতিল হয়। তাতে অবশ্য তার ব্যক্তিগত অর্জনে কোনো বাধা পড়েনি, কারণ তার আগেই ৪০তম গোলটি করে ফেলেছিলেন তিনি।

৪০ বছর বয়সেও নিয়মিত গোল করে প্রমাণ করে চলেছেন, বয়স তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। এক পঞ্জিকাবর্ষে এটি তার ১৪তমবার ৪০ বা তার বেশি গোল করার কীর্তি।

বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এক হাজার গোলের মাইলফলকও খুব দূরে নয়। এখন পর্যন্ত তার মোট গোল ৯৫৬টি। অর্থাৎ সেই লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন আরও ৪৪ গোল। বছরের শেষ ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবেন রোনালদো, যেখানে এই ব্যবধান কিছুটা কমানোর সুযোগ থাকবে।

১৪টি ভিন্ন বছরে ৪০ গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। এর মধ্যে তার সেরা সময় ছিল ২০১৩ সাল, যখন ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছিলেন ৬৩ গোল। পাশাপাশি টানা তিন বছর ধরে তিনি ৪০ গোলের সীমা ছাড়িয়ে যাচ্ছেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি লিগ ম্যাচে ১২ গোল করেছেন আল নাসর অধিনায়ক। এতে স্পষ্ট, সাফল্যের ক্ষুধা এখনও আগের মতোই তীব্র। আগামী ফেব্রুয়ারিতে ৪১ বছরে পা দিতে যাওয়া রোনালদো ম্যাচ শেষে বলেন, “সাফল্যের একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম।”

গোলসংখ্যার বিচারে তার ক্যারিয়ার গ্রাফও চোখে পড়ার মতো। ২০১০ সালে করেছিলেন ৪৮ গোল, ২০১১ সালে ৬০। পরের তিন বছরে গোলসংখ্যা ছিল যথাক্রমে ৬৩, ৬৯ ও ৬১। এরপর ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে করেছেন ৫৭, ৫৫ ও ৫৩ গোল। ২০১৮ সালে ৪৯, ২০২০ সালে ৪৪ এবং ২০২১ সালে ৪৭ গোল আসে তার নামের পাশে। সর্বশেষ দুই বছরে তিনি করেছেন ৫৪ ও ৪৩ গোল।

সর্বশেষ