১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিসিবি’র নিয়ম অনুযায়ী যেভাবে পদশূন্য হতে পারেন একজন পরিচালক

১৫ জানুয়ারি ২০২৬

একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তবে এসব ঘটনার পরও এখনো নিজ পদে বহাল রয়েছেন তিনি।

এতে করে প্রশ্ন উঠেছে—এম নাজমুল ইসলাম আদৌ পদত্যাগ করবেন কি না। অনেকেই চাইছেন, বিসিবি যেন এ বিষয়ে উদ্যোগ নেয়। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড চাইলে কোনো পরিচালককে সরাতে পারে কি না, সেটিও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিসিবির নিয়ম অনুযায়ী, একজন পরিচালক কয়েকটি নির্দিষ্ট পরিস্থিতিতে পদশূন্য হতে পারেন। এর মধ্যে রয়েছে—মৃত্যু, স্বেচ্ছায় পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তিপ্রাপ্ত হওয়া, দীর্ঘমেয়াদি অসুস্থতা, বিদেশ গমন, টানা তিনটি সভায় অনুপস্থিত থাকা অথবা অন্য কোনো ফেডারেশনের দায়িত্ব গ্রহণ করা। এসব কারণ ছাড়া বিসিবির পক্ষ থেকে কোনো পরিচালককে অপসারণ করার সুযোগ নেই।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ উল্লেখ করে একটি পোস্ট দেওয়ায় সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। সর্বশেষ গতকাল বিকেলে বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বোর্ডের কোনো ক্ষতি হবে না, বরং ক্রিকেটাররাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ ম্যাচ খেলা, ম্যাচসেরা হওয়া কিংবা পারফরম্যান্সের ভিত্তিতেই ক্রিকেটাররা পারিশ্রমিক পান, বোর্ডের এতে লাভ-ক্ষতির বিষয় নেই।

এ সময় তিনি আরও প্রশ্ন তোলেন, প্রত্যাশিত পারফরম্যান্স না হলে যেহেতু ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়ার যৌক্তিকতা কোথায়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, খেলোয়াড়রা ব্যর্থ হলে বোর্ড কি তাদের পেছনে খরচ করা অর্থ ফেরত চায়—এ প্রশ্নের উত্তর আগে পাওয়া দরকার।

এ ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে কথা বলতে পারেন না। তিনি নাজমুল ইসলামের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে ঘোষণা দেন, বিপিএলের পরবর্তী ম্যাচের আগে যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে ক্রিকেটাররা আর কোনো ধরনের খেলায় অংশ নেবেন না।

সর্বশেষ