সাময়িক বিরতি পেরিয়ে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকদের নজর করেছেন এই জনপ্রিয় নায়িকা।
লম্বা বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরতে যাচ্ছেন অপু বিশ্বাস। ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে তার নতুন রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবির শুটিং, যেখানে তার নায়ক থাকবেন আদর আজাদ। এমন আবহের মাঝেই সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন নায়িকা।
অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে আসা এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্ট করেন যে, পেশাগত জায়গায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নন তিনি। সোশ্যাল মিডিয়ায় বারবার একই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি এমন কোনো কথা বলতে চান না যা তাকে বারবার বিতর্কের মুখে ফেলবে।
অপু বিশ্বাস বলেন, এমন কোনো কথা আমি আপনাদেরকে বলে বিতর্ক সৃষ্টি করব না, যেটা দিয়ে বারবার আমাকেই আপনারা তীর ছুড়ে দেবেন।
নিজের সুন্দর চেহারার রহস্য কী—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ভক্ত ও দর্শকদের ভালোবাসা পেয়েই তিনি সুন্দর হয়েছেন।
এ সময় অপু বিশ্বাস জানান, শাকিব খান তাকে ব্যক্তিগত জীবনের কথা পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন।
নায়িকা বলেন, “আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন (শাকিব খান), উনি একজন স্বনামধন্য অভিনেতা। উনি যখন আপনাদেরকে ফেস করে, তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে। … সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে… আমাকে উনিই বলেছেন, যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা, তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। সো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গা না।”



