ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফি এখন ঢাকায়। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বুধবার সকালে ট্রফিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। চতুর্থবারের মতো বাংলাদেশে আসা বিশ্ব ফুটবলের এই কাঙ্ক্ষিত স্মারকটির সাথে ফিফার প্রতিনিধি হিসেবে এসেছেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি গিলবার্তো সিলভা। বিমানবন্দরে তাঁদের বরণ করে নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ট্রফি দেখার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, প্রথমবার সামনে থেকে বিশ্বকাপ ট্রফি দেখার অভিজ্ঞতাটি ছিল অসাধারণ। তিনি ভেবেছিলেন ট্রফিটি হয়তো আকারে ছোট হবে, কিন্তু কাছে থেকে দেখার পর এর বিশালতা তাঁকে মুগ্ধ করেছে। এছাড়া গিলবার্তো সিলভার মতো কিংবদন্তির সঙ্গে ট্রফিটি দেখা তাঁর কাছে বিশেষ অনুভূতির বলে জানান তিনি।
বিমানবন্দর থেকে ট্রফিটি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কোকা-কোলার বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীরা এটি দেখার সুযোগ পাচ্ছেন। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ৪৮ দলের এই মহাযজ্ঞ। ৩ জানুয়ারি ইতালিতে শুরু হওয়া এই ট্রফি ট্যুর বিশ্বের ৩০টি দেশ ভ্রমণ করবে।



