দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের স্থিরচিত্র প্রকাশ করে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রাফসান।

বিয়ের মুহূর্তগুলো শেয়ার করে রাফসান সাবাব লিখেছেন যে তাঁদের যুগলজীবনের নতুন যাত্রার শুরুতে বন্ধু ও পরিবারসহ সবার আশীর্বাদ চান। বিয়ের আয়োজনে দুজনেই সাদা রঙের পোশাকে সেজেছিলেন। গায়েহলুদ থেকে শুরু করে কবুল বলার মুহূর্তগুলো একটি ভিডিও ক্লিপের মাধ্যমে ভক্তদের সাথে ভাগ করে নেন তাঁরা। ভিডিওতে রাফসান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন যে বর্তমানে তিনি খুব শান্তিতে আছেন এবং সবকিছুই ‘ফুল ফিলিং’ মনে হচ্ছে।

এই তারকা দম্পতির বিয়েতে বিনোদন অঙ্গনের অনেক তারকা উপস্থিত ছিলেন। অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূর, সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীন ও আদনান আল রাজীব নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। সাবিলা নূর তাঁর পোস্টে দুই প্রিয় বন্ধুর এক হওয়ার খুশিতে অভিনন্দন জানান। ঘরোয়া কিন্তু আড়ম্বরপূর্ণ এই আয়োজনের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জেফার ও রাফসান।




