বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’। বুধবার (১৪ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এই কড়া হুঁশিয়ারি দেন। তিনি জানান, বৃহস্পতিবার বিপিএল ম্যাচের আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না।
সম্প্রতি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারিশ্রমিক ও পেশাদারিত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ক্রিকেটাররা পারফরম্যান্স করতে না পারলেও বোর্ড তাদের টাকা ফেরত চায় না। এমনকি বোর্ডকে ‘শরীর’ এবং ক্রিকেটারদের ‘শরীরের অঙ্গ’ হিসেবে তুলনা করে তিনি ক্রিকেটারদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন এই পরিচালক। কোয়াব সভাপতির মতে, নাজমুল ইসলামের এসব বক্তব্য পুরো ক্রিকেট অঙ্গনকে আহত ও অপমানিত করেছে।
এদিকে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিচালক নাজমুলের বক্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত এবং বোর্ড এর দায়ভার নেবে না। বিসিবি এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, এটি ক্রিকেটের চেতনার পরিপন্থী এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্রিকেটাররা তাঁদের দাবিতে অনড় রয়েছেন এবং বৃহস্পতিবারের মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত না হলে দেশের ক্রিকেট স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।



