ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, এই হুমকির কোনো প্রভাব ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন যে, ইরানসহ অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে রাশিয়ার বিদ্যমান চুক্তিগুলো বাস্তবায়ন ও কাজ চালিয়ে যাওয়া হবে।
ইরানকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ক্রেমলিন। সের্গেই লাভরভ মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ যখন এমন ‘অপ্রীতিকর’ পদ্ধতি অবলম্বন করে, তখন বুঝতে হবে প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। রাশিয়ার পাশাপাশি চীনও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের এই শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করেছে এবং ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার দৃঢ় সিদ্ধান্ত জানিয়েছে।



