রাশিয়ার সাইবেরিয়ার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে রয়েছে এক ভয়ংকর টয়লেট, যেটিকে অনেকেই পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ টয়লেট বলে থাকেন। বরফে ঢাকা পাহাড়ের চূড়ায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬০০ মিটার (৮,৫০০ ফুট) উঁচুতে এই টয়লেট ঝুলে আছে পাহাড়ের একেবারে কিনারায়। নিচে হাজার ফুট গভীর খাদ।
এই টয়লেটটি সাইবেরিয়ার কৃষ্ণয়া কামেনা নামের একটি দুর্গম এলাকায় অবস্থিত। এটি মূলত স্থানীয় একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অংশ, যেখানে বিজ্ঞানী ও কর্মীরা কাজ করেন। তাদের প্রয়োজন মেটাতে তৈরি করা হয় এই কাঠের টয়লেটঘরটি যা পাহাড়ের একদম প্রান্তে ঝুলে আছে।
এই টয়লেট ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিবার যেতে হয় দড়ি ধরে, প্রবল হাওয়া আর বরফঝড়ের মাঝে। সামান্য পা ফসকালেই নিচে গভীর খাদ। শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।
এক ট্রাভেলার ইনস্টাগ্রামে এই টয়লেটের ছবি পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এই টয়লেট শুধু এক অদ্ভুত নির্মাণই নয়, এটি মানুষের সাহস, অভিযোজনক্ষমতা ও বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক। সাইবেরিয়ার অমানবিক ঠান্ডায়, চরম বিপজ্জনক পরিবেশেও বিজ্ঞানীরা কাজ চালিয়ে যান, যা প্রকৃতির সঙ্গে মানুষের প্রতিনিয়ত যুদ্ধকেই তুলে ধরে।



