ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার সুরক্ষিত বাসভবন থেকে মার্কিন বাহিনীর হাতে বন্দি হওয়ার নেপথ্যে একজন ঘনিষ্ঠ সহযোগীর বিশ্বাসঘাতকতার তথ্য সামনে এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মাদুরোর অত্যন্ত আস্থাভাজন ওই ব্যক্তি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে প্রতিনিয়ত তথ্য পাচার করছিলেন। এর ফলেই অত্যন্ত সুরক্ষিত দুর্গে ঢুকে মাত্র কয়েক ঘণ্টার অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
অপারেশন অ্যাবসোলিউট রিজলভ নামের এই অভিযানে মার্কিন ডেল্টা ফোর্স সিআইএ ও এফবিআই যৌথভাবে অংশ নেয়। অভিযানের আগে ডেল্টা ফোর্সের সদস্যরা মাদুরোর বাসভবনের হুবহু নকল কাঠামো তৈরি করে দীর্ঘ সময় মহড়া দিয়েছিল। সিআইএর একটি দল গত আগস্ট থেকেই কারাকাসে অবস্থান করে মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল এবং তথ্য পাচারকারী ওই বিশ্বাসঘাতক অভিযানের সময় মাদুরোর অবস্থান নিশ্চিত করতে সরাসরি সহায়তা করেন।
শুক্রবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের পর ১৫০টির বেশি আকাশযান নিয়ে এই বিধ্বংসী হামলা শুরু হয়। হামলা চলাকালে মার্কিন স্পেশাল ফোর্স মাদুরোর বাসভবনে ঢুকে পড়লে তিনি একটি সেফ রুমে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। বর্তমানে মাদুরো ও তার স্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ আইও জিমা-তে বন্দি রয়েছেন। ট্রাম্প এই সফল অভিযানকে টেলিভিশন শোর মতো চমকপ্রদ বলে বর্ণনা করেছেন এবং এখন থেকে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ ও তেল সম্পদ যুক্তরাষ্ট্রের অধীনে থাকবে বলে ঘোষণা দিয়েছেন।



