১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

৫ নভেম্বর ২০২৫

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আ’ক্রান্ত হয়ে আরও ১০ জনের প্রা’ণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মৃ’তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫ জন, উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে ২ জন মারা গেছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আ’ক্রান্ত হয়ে মোট ৭৫ হাজার ৯৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মোট মৃ’ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে।

সর্বশেষ