অধিকাংশ বাড়িতেই পুরনো খবরের কাগজ জমা হলে তা জমিয়ে রেখে বিক্রি করে দেওয়া হয়। তবে সামান্য বুদ্ধি খাটালে এই কাগজগুলো দৈনন্দিন গৃহস্থালি কাজে দারুণভাবে ব্যবহার করা সম্ভব। বিশেষ করে ঘরবাড়ি পরিষ্কার এবং গোছগাছ রাখার ক্ষেত্রে খবরের কাগজ এক অনন্য ভূমিকা পালন করে।
বাড়ির জানালার কাচ ঝকঝকে করতে শুকনো কাপড়ের চেয়ে খবরের কাগজ অনেক বেশি কার্যকর। এটি দ্রুত পানি ও ভেজা ভাব শুষে নিতে পারে, যার ফলে কাচ দ্রুত স্বচ্ছ ও পরিষ্কার হয়ে ওঠে। শুধু বাড়ির জানালা নয়, গাড়ির কাচ পরিষ্কারের ক্ষেত্রেও এটি অত্যন্ত সাশ্রয়ী ও কার্যকর একটি মাধ্যম। এছাড়া খবরের কাগজের উচ্চ শোষণ ক্ষমতার কারণে এটি আলমারি বা রান্নাঘরের তাকে বিছিয়ে রাখার জন্য আদর্শ। রান্নাঘরের তাকে কাগজ বিছিয়ে জিনিসপত্র রাখলে তাক তেলচিটচিটে হওয়া থেকে রক্ষা পায় এবং পরিষ্কার করা সহজ হয়।
পুরনো খবরের কাগজের আরও একটি চমৎকার ব্যবহার হলো পাউরুটি সেঁকার গ্রিল বা বারবিকিউ গ্রিল পরিষ্কার করা। গ্রিল ঠান্ডা হওয়ার পর তাতে পানি স্প্রে করে কয়েক স্তর কাগজ দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখলে পোড়া অংশ বা ময়লা খুব সহজে নরম হয়ে উঠে আসে। এসব সাধারণ অভ্যাসগুলো মেনে চললে একদিকে যেমন পুরনো কাগজের সঠিক পুনর্ব্যবহার নিশ্চিত হয়, অন্যদিকে সংসারের কাজও হয়ে ওঠে অনেক সহজ ও গতিশীল।



